আনোয়ারায় গ্রাম পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগ
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ডে গ্রাম পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগ করেছেন স্থানীয় জনসাধারণ।
সরেজমিনে উপজেলার ১১টি ইউনিয়নের জনসাধারণ এর সাথে কথা বললে তারা গ্রাম পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে বিভিন্ন অভিযোগ করেন।
বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন জানান, আমাদের এলাকায় গ্রাম পুলিশকে কোন সময় দেখি নাই রাতে এদিক সেদিক ঘোরাফেরা করতে। কিছুদিন আগেও আমাদের এলাকায় গরু চুরি হয়েছে। আমারও অনেক গরু চুরি হয়েছিল। মানুষের নিরাপত্তায় চৌকিদার কে দেওয়া হলেও এরা কিন্তু এই পরিমাণ কাজ করে না। তাদেরকে কোন সময় দেখি নাই আমাদের এলাকায় রাতের অন্ধকারে ঘোরাফেরা করতে।
হুন্দীপ পাড়ার বাসিন্দা মোঃ কায়সার জানান, আমি আমার জন্মের পর থেকে আমাদের এলাকায় চৌকিদার নামের কাউকে দেখি নাই টহল দিতে। দিন দিন এলাকায় চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। যেভাবে আনোয়ারায় চুরির হার বেড়েছে আমরা সব সময় আতঙ্কেই থাকি। আমরা আমাদের নিরাপত্তা চাই।
বৈরাগ ইউনিয়নের গ্রাম পুলিশ দিল মাহমুদ জানান, আমরা প্রতিদিন এই কাজ করে যাচ্ছি। রাত দিন আমাদের কোনো ঘুম নেই। কতক্ষণ ইউনিয়ন পরিষদে কতক্ষণ উপজেলায় কতক্ষণ আবার রাতে পুরো দিন ডিউটি করতে হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রাম পুলিশ প্রতিটি ওয়ার্ডে কাজ করতেছে। কারও বিরুদ্ধে দায়িত্ব পালন না করার অভিযোগ থাকলে ব্যবস্থা নিবো।