আনোয়ারায় ইছামতীর মেলা অনুষ্ঠিত

 

আনোয়ারায় ইছামতীর মেলা অনুষ্ঠিত

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারায় দিনব্যাপী ঐতিহ্যবাহী শতবর্ষী ইছামতীর মেলা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ বুধবার উপজেলা সদরের ইছামতী খালের তীরে প্রতি বছর বাসন্তী পূজার অষ্টমী তিথির দিনে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি সনাতনী ধর্মালম্বীদের মিলনমেলায় রূপ নিয়েছে।

জানা গেছে, ১৭৪৮ খ্রিষ্টাব্দে আনোয়ারা উপজেলা সদরের ইছামতি নদীর পারে ইছামতি বিগ্রহ মন্দিরে সনাতনী সম্প্রদায়ের লোকেরা বাসন্তী পূজার ৮মী তিথীর দিনে জড়ো হন এবং তারা সেখানে গঙ্গাস্নান ও আরাধনা করেন। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় এ উপলক্ষে মেলা জমে উঠে।

মেলায় বিভিন্ন রকমের ব্যবহারের জিনিস, ঘর সাজানোর নানা উপকরণ, খেলনা, বাঁশ, বেতের তৈরি সামগ্রী প্রভৃতি ব্যাপক সমারোহ ঘটে।

মেলায় আসা বৃদ্ধা দোলা রাণী দেবী বলেন, খুব ছোট বেলা থেকেই বাবার হাত ধরে মেলায় আসতাম । এক সাধে ধর্ম ও আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাত ও হয়।

এ বছর মেলায় আসা বৃদ্ধ রতন মহাজন বলেন, এবার অনেক বড় মানত করে এখানে এসেছি। ভালোই লাগলো।
মেলায় দোকান নিয়ে আসা এক ব্যবসায়ী বলেন, অনেক আশা নিয়ে লেলায় দোকান নিয়ে এসেছিলাম, কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়ার কারনে ব্যাবসাটা ভালো হলোনা।

মেলা উপলক্ষে পরিষদের সাবেক ও বর্তমান মেম্বারদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।। তারা এর সুষ্ঠু ভাবে পরিচালিত করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *