আনোয়ারায় আফাজিয়া রহমানিয়া দরবার শরীফের ৮২তম ওরশ ও মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

আনোয়ারায় আফাজিয়া রহমানিয়া দরবার শরীফের ৮২তম ওরশ ও মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে আউলিয়ায়ে কামেল, কুতুবুল আলম, আওলাদে রাসুল, তাজুল আউলিয়া আল্লামা সৈয়দ মুহাম্মদ আফাজ উদ্দিন শাহ্ (রহঃ) ও তার শার্জাদা হযরত আল্লামা সৈয়দ মুক্তি মুহাম্মদ আবদুর রহমান শাহ্ (রহঃ), ও তার শার্জাদা শাফি সৈয়দ আল্লামা মুহাম্মদ এহছানুল করিম শাহ্ (রহঃ) আফাজিয়া রহমানিয়া দরবার শরীফ প্রকাশ বুড়া হুজুরের ৮২তম ওরশ শরীফ উপলক্ষে তাহাদের প্রতিষ্ঠিত মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫ জানুয়ারী) বিকাল থেকে আফাজিয়া রহমানিয়া দরবার শরীফ মাদ্রাসা প্রাঙ্গণে আঞ্জুমানে আশেকানে আফাজিয়া রহমানিয়া সুন্নিয়া বাংলাদেশ প্রচারে হযরত শাহচান্দ আউলিয়া মাদ্রাসা প্রভাষক আল্লামা শাহ্সূফী সৈয়দ মুহাম্মদ নুরুল কবির সভাপতিত্বে শাহজাদা সৈয়দ মাওলানা মুহাম্মদ রেজাউল করিম রেজভী সঞ্চালনায় আফাজিয়া রহমানিয়া দরবার শরীফ প্রকাশ বুড়া হুজুরের ৮২তম ওরশ শরীফ উপলক্ষে তাহাদের প্রতিষ্ঠিত মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক আল্লামা মুহাম্মদ আব্দুল করিম আল-কুতুবী, প্রধান আলোচক চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভা গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা পীরজাদা শাহসূফি সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী,বিশেষ আলোচক চট্টগ্রাম রুবিগেইট ওয়খাইনীয়া নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মীর মোহাম্মদ মঈন উদ্দিন নুরী আস ছিদ্দিকী আর কোরাইশী,প্রথম অধিবেশনে বিকাল ৩টায়
উদ্বোধন করেন আনোয়ারা গহিরা আশরাফীয়া দরবার শরীফ সাজ্জাদানশীন হাফেজ মাওলানা ইদ্রিস শাহ্ মোজাদ্দেদী,এতে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মুহাম্মদ আমিন শরীফ,বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবু সৈয়দ, সাবেক ২ ওয়ার্ডের ইউ.পি সদস্য হাজ্বী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ আমিন বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ ইউনুছ, ইউ.পি সদস্য মধ্যে মাওলানা মুহাম্মদ ইসহাক,মাস্টার মুহাম্মদ রফিক, মুহাম্মদ আলমগীর, ডাঃ মুহাম্মদ সৈয়দ নূর, মুহাম্মদ জাহাঙ্গীর আলম,মুহাম্মদ তৌহিদুল আলম,মুহাম্মদ আব্দুল গফুর, মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন, দ্বিতীয় অধিবেশনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী হোসেন আরিফ, বিশেষ অতিথি শাহজাদা সৈয়দ মুহাম্মদ ফারুক আজম রেজভী,শাহজাদা মাওলানা মুহাম্মদ মোবাশ্বের নঈমী আল-কাদেরী,মাওলানা মুহাম্মদ রিদোয়ানুল হক, আলোচকবৃন্দ গাউছিয়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস আনছারী, রায়পুর ইউনিয়ন নিকাহ রেজিষ্টোর মাওলানা কাজী মুহাম্মদ বদরুজ্জামান নঈমী,মাওলানা মুহাম্মদ বদরুল হক মুনিরী,মাওলানা মুহাম্মদ মনছুরুল হক নুরী, পূর্ব বৈরাগ রহমানিয়া গাউছিয়া সুন্নীয়া মাদরাসা পরিচালক মাওলানা মুহাম্মদ লোকমান হাকিম হেলালী,মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন নূরী, পরিচালনায় শাহজাদা সৈয়দ মুহাম্মদ রফিউল করিম, শাহজাদা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম নূরী,শাহজাদা সৈয়দ মুহাম্মদ শফিউল করিম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *