আনোয়ারায় অস্ত্রসহ আটক ২
মো আরাফাত আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের কাটা পাহাড় (চায়না পাহাড়) এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি ছুরি ও ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, চাতরী ইউনিয়নের বেলচুরা গ্রামের আবদুস শুক্কুরের ছেলে মো: আনোয়ার (৩২) ও বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের আবু শামার ছেলে মোঃ ইউছুফ আলম প্রকাশ রাজু (৩০)।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে আবারও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।