আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক সময়ের কাগজের আনোয়ারা প্রতিনিধি মো: ফখর উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন দৈনিক আনন্দবাজার ও ঢাকা প্রতিদিন পত্রিকার আনোয়ারা প্রতিনিধি মো: আরাফাত। ১৯ অক্টোবর (শনিবার) আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৫ সালের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক দিনকাল প্রতিনিধি ওমর ফারুখ, দৈনিক দেশকাল প্রতিনিধি মো: আনোয়ার হোসেন, প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম খোরশেদ, অপরাধ অনুসন্ধান প্রতিনিধি মো: মঈন উদ্দিন। ছয় সদস্যের এই কমিটি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের বাকি পদ ও সদস্যদেরকে সাধারণ সভার গঠণতন্ত্র অনুসারে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে নব নির্বাচিত কমিটি। নতুন সভাপতি মো: ফখর উদ্দিন বলেন, সাংবাদিকতায় আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবো। সাংবাদিকদের নিয়ে নতুন করে আমরা কল্যাণমূলক কাজ এবং সাংবাদিকদের যৌক্তিক দাবী আদায়ে সচেষ্ট থাকবো। নতুন সভাপতি আরো বলেন, বর্তমান উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যাতে বিভিন্ন জাতীয় দিবস পালন ও মাসিক আইন শৃঙ্খলা বৈঠকসহ উপজেলার সকল সভায় বৈষম্যবিরোধী নতুন এই আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) কে আমন্ত্রণ জানান সেজন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ রাখেন। সাধারণ সম্পাদক মো: আরাফাত বলেন, সকল ত্যাগী সাংবাদিকদের নিয়ে কাজ করতে চাই। নতুন নেতৃত্বের মাধ্যমে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) সামনের দিকে এগিয়ে যাবে বলে এটাই প্রত্যাশা করেন। উল্লেখ্য ২০২২সালের জানুয়ারি হতে নিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন বা মনোনয়নের মাধ্যমে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) সুচারুভাবে কার্যক্রম পরিচালনা করে আনোয়ারার সাধারণ জনগণের মাঝে স্থান করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *