আনোয়ারা চাতরী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আনোয়ারা চাতরী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আনোয়ারা ( চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ৮ নং চাতরী ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৯ মে) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চাতরী ইউনিয়ন পরিষদ অস্থায়ী সভাকক্ষে চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে পরিষদের সচিব মোহাম্মদ শাহ্ আলমের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইশতিয়াক ইমন,বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুচ্ছফা, ইউপি সদস্য আবদুল মান্নান আজাদ, রাশেদ নেওয়াজ চৌধুরী ছোট্টো, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফিরোজ খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা বাবু দীপক কুসার দাশ, চাতরী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শামসুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা এরফান আলী ।এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নিতাই চন্দ্র দে,বিকাশ ঘোষ,মোহাম্মদ তারেক,এম এ মনসুর,ধনান্জয় বিশ্বাস, শামসুল আলম,জিয়াউল হক,মিনু আক্তার,নিলুফার ইয়াছমিন নিলু,ঝিনু আক্তার প্রমূখ।

সভায় বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ শাহ্ আলম।সর্বসম্মতি ক্রমে ২০২৩-২৪ অর্থবছরে জন্য বাজেট পেশ করেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১২ হাজার ৮৪০ টাকা।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯ লাখ ২ হাজার টাকা আর রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ৪১২ টাকা। তাছাড়া উন্নয়ন বাজেটে ১ কোটি ২৪ লাখ ১০ হাজার ৮৪০ টাকা আয় ও ১ কোটি ২২ লাখ ৩৩ হাজার ১৪০ টাকা ব্যয় এবং উদ্বৃত্ত ১ লাখ ৭৭ হাজার ৭০০ টাকা।বাজেটে ঘোষণা অনুষ্ঠানের সভার শেষাংশে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য এ ইউনিয়ন পরিষদের প্রস্তুবিত খসড়া বাজেটে কোন প্রকার সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে চুড়ান্ত বাজেট হিসেবে অনুমোদনের জন্য পাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *