অবৈধভাবে খালের মাটি বিক্রির দায়ে তারেককে এক লক্ষ জরিমানা।
আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম।
অবৈধভাবে টংকাবতী খালের মাটি অন্যত্র বিক্রির দায়ে তারেক নামে এক ব্যক্তি এক লক্ষ টাকা জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত।
লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ শাহজাহান ১৯ জুন সোমবার সকল ১১:৪৫ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়নে ৪ নং ওয়ার্ড ঘোনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে টংকাবতী খাল( প্রকাশ টর খালের মূখ) থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রির অপরাধ তারেক নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
মো: তারেক (২৬) আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিমের পুত্র।
নির্বাহী ম্যজিস্ট্রেট মো: শাহ জাহান বলেন,রাতের আধারে অবৈধভাবে খাল থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করার খবর পাই, মাটি কাটায় খালের পার্শ্ববর্তী বাড়ি ঘর হুমকির মুখে পড়ে তাই জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করি।