অপরাধীরা লোহাগাড়া ছাড়ুন; না হয় ভাল হয়ে যান; ওসি রাশেদুল ইসলাম

অপরাধীরা লোহাগাড়া ছাড়ুন; না হয় ভাল হয়ে যান; ওসি রাশেদুল ইসলাম

মোহাম্মদ আব্বাস উদ্দিন, বিশেষ প্রতিনিধি

৩০ সেপ্টম্বর শনিবার সকাল ১১টায় চুনতি ইউনিয়ন পরিষদের কাযার্লয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বলেন আইন শৃংখলার উন্নয়ন ও অপরাধ নির্মূলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়, তাই এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ এলাকার জনসাধারণকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম।
ওসি রাশেদুল ইসলাম বলেন, সমাজের অস্থিরতা ও অসামাজিক কাজ বন্ধ করতে হবে। যদি কেউ সমাজে অস্থিরতা করতে চান তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। মসজিদে কোন প্রকার অন্যায়ভাবে বৈঠক করা যাবেনা। লোহাগাড়া থানায় যোগদান করার পর থেকেই এলাকায় গরু চুরি বন্ধ করার চেষ্ঠা করেছি। কিশোরগ্যাং দের আটক করে আদালতে সৌপর্দ করেছি। থানায় সেবা নিতে নির্ভয়ে আসুন,কোন দালাল নিয়ে থানায় আসবেন না। রাত্রীবেলায় কোন যুবক ও ছেলেদের ঘুরাফেরা করতে পারবেনা। আপনার দরজা খুলে ঘুমাতে পারলে সেদিন আমার স্বার্থকতা আসবে। ওসি রাশেদুল ইসলাম আরও বলেন, যেখানে ঘটনার খবর পেয়েছি তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়েছি।অবৈধ ভাবে কোন প্রকার জায়গা দখল করা যাবেনা।আপনাদের তথ্য গোপন থাকবে, তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগীতা করুন। অপরাধ দমনে পুলিশের একা নির্মূল করা সম্ভব নয়। সকলের সহযোগীতা প্রয়োজন। সার্বিক সহযোগীতা পেলে আপনারা দরজা খুলে ঘুমাতে পারবেন।এলাকার যেকোন ঘটনার সঠিক তথ্য পেলে অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।

চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদিন জনু কোম্পানীর সভাপতিত্বে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( ভারপ্রাপ্ত) এসআই জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম পল্টু, লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দিন, চুনতি বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী খোরশেদ আলম, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ,সম্পাদক মোঃ কামাল উদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে মোঃ মনিরুল মাবুধ রয়েল, মোহাম্মদ এন্তেজার হোসেন, জানে আলম, মোঃ জাফর আলম, তৈয়ব উল্যাহ,শাহ আলম , মোহতাদি, ইয়াছিন মাঝি, মিসেস নাছিমা আকতার, শিরিন সুলতানা, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ন কবির।

সভায় চুনতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সাংবাদিক,সুশীল সমাজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *