আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্টিত
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের জন্য নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই জানুয়ারী -২৪ (বৃহস্পতিবার) সকাল ১১ টার সময় স্কুল হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সদস্যদের প্রতক্ষ্য সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোস্তাক আহমেদ চৌধুরী সভাপতিত্বে বৈঠকে আরো যারা উপস্থিত ছিলেন,
অভিভাবক সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন (প্রকাশ ডা.হেলাল),সেলিম উদ্দিন,ইলিয়াস,নাজিম উদ্দীন।দাতা সদস্য মামুনুল ইসলাম। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিক্ষক নুরুল ইসলাম। শিক্ষক প্রতিনিধি, মাস্টার আব্দুস সবুর, মাওলানা আইয়ুব আমীরী। মহিলা শিক্ষক প্রতিনিধি স্বপ্না রাণী দাশ।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, আপনাদের সমর্থনে আমি অত্র প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি,অত্র প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মন্নোয়নে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার আপনাদের সাথে পরামর্শ করে আমি পদক্ষেপ গ্রহণ করব। প্রাতিষ্ঠানিক যে সকল অবকাঠামো গত সমস্যা রয়েছে তা দ্রুত নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করব। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা অতীতে ছাত্রদের মন্নোয়নে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন এখন সময় আসছে আপনাদের আরো দক্ষতার পরিচয় দেওয়ার আগামীতে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাতে একটি ভালো রেজাল্ট করতে পারে শতভাগ পাশের হার নিশ্চিত করে লোহাগাড়ার সেরা প্রতিষ্ঠানের তালিকা উঠে আসার জন্য আপনাদের প্রচেষ্টা অত্যন্ত জরুরি এই ক্ষেত্রে আপনাদের যত প্রকার সহযোগিতা করা দরকার আমি এবং আমার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমি সকল প্রকার সহযোগিতা করে যাব।
উল্লেখ্য বিগত ১৫ ই ডিসেম্বর -২৪ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়।