লোহাগাড়ায় ডিবি পরিচয়ে তুলে নিয়ে রিকশা মোবাইল ম্যানিব্যাগ ছিনতাই
(লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি ;
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নস্থ ব্রাক অফিসের সামনে রিকশা ড্রাইভার নুরুল ইসলামকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে রিকশা,ম্যানিবাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছেন।
১০ ই ডিসেম্বর-২৪ রোজ (বৃহাস্পতিবার) সন্ধ্যা ৬ টায় উক্ত ঘটনা সংগঠিত হয়।
নুূরুল ইসলাম (৬৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ঘোনা পাড়ার মৃত এনোমিয়ার পুত্র।
রিকশার ড্রাইভার নুরুল ইসলামের পুত্র শহিদুল ইসলাম জানান, আমার বাবা সন্ধ্যা ৭ টায় বটতলী মোটর স্টেশনস্থ সাহেব বাজারের সামনে যাত্রী নেওয়ার জন্য দাঁড়ালে একজন অপরিচিত ব্যক্তি পদুয়া যাবে বলে রিকশায় উঠে তাকে নিয়ে পদুয়া বাজারের উদ্দ্যেশ্যে রাওনা দিলে খালেকের দোকানের আগে
ব্রাক অফিসের সামনে যাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিবে বলে রিকশাকে থামাতে বলে সে রিকসা থেকে নেমে যায়। দুই মিনিট পর একটি নোহা গাড়ী এসে রিকশা ড্রাইভারকে যাত্রী কোথায় জিজ্ঞেসা করে এবং রিকশার মধ্যে অবৈধ মালামাল আছে,রিকশা তল্লাশি করতে হবে তাদের পরিচয় জানতে চাইলে তারা বলেন আমরা সাতকানিয়া থানা থেকে এসেছি। এই বলে আমার বাবাকে নোহা গাড়ীতে তুলে সাতকানিয়া বাজালীয়া নিয়ে যায় এর পর বাজালীয়া থেকে গাড়ি ঘুরিয়ে এনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন সাতকানিয়া রাস্তার মাথার আগে ড্রীম হাউস কমিউনিটি সেন্টারের সামনে ধাক্কা দিয়ে নামিয়ে দেয় রিকশা,ম্যানিব্যাগ, মোবাইলের কথা জিজ্ঞাসা করলে তারা বলেন যেই স্থান থেকে তোকে নিয়ে এসেছি সেই স্থানে রিকশা ও মোবাইল পাবি।সেই স্থান থেকে সিএনজি যোগে ব্রাক অফিসের সামনে এসে গাড়ি দেখতে না পেয়ে তাদের ফোন দিলে অপেক্ষা করতে বলে এর পর থেকে আর ফোন রিসিভ করেননি। সাতকানিয়া থানার সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,আমরা থানা থেকে কোন ফোর্স পাঠাইনি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর বলেন,এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে খোঁজে বের করা হবে।
উল্লেখ্য গত ৫ এপ্রিল লোহাগাড়া সাউন্ডহেলথ হাসপাতালের সামনে থেকে প্রথম গাড়ীটি চুরি হওয়ার পর চট্টগ্রাম জজকোর্টের বিজ্ঞ আইনজীবী সাবেক ছাত্র নেতা মানবতাবাদী ব্যক্তিত্ব এডভোকেট জসিম উদ্দিন সরকার এর নেতৃত্বে প্রফেসর ড. মুমিনুল হক,আ,ন,ম হাসানুল ফরহাদ,হেলাল উদ্দীন,আব্দুর রহমান, সাহাব উদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আর্থিক সহযোগিতায় একটি নতুন গাড়ী ১৬ এপ্রিল-২৪ কিনে দেয়।