বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে শুদ্ধ বৃত্ত: মতবিনিময় সভায় অতিথিরা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনে শুদ্ধ বৃত্ত কাজ করছে বলে মন্তব্য করেছেন অতিথিরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠন শুদ্ধ বৃত্তের প্রতিষ্ঠাতা ফৌজুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রাইভেট ডক্টরস এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিনিয়র ডক্টরস ক্লাব চট্টগ্রামের সেক্রেটারি ডা. কিউএম অহিদুল আলম।
তিনি বলেন, ‘দেশের বিদ্যমান পরিস্থিতির উন্নয়ন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার কোন বিকল্প নাই। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনে শুদ্ধ বৃত্ত কাজ করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক শ.ম বখতিয়ার, নারী উদোক্তা ও সবুজায়নে বিশেষ অবদান রাখা নারী (তিলোত্তোমার) প্রতিষ্টাতা মিসেস সাহেলা আবেদিন এআইপি, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির
সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সেলিম, গাজী টেলিভিশনের ব্যুরো চিফ অনিন্দ্য টিটু, পাঁচলাইশ ২৭ নং ওয়ার্ড মহল্লা সর্দার সমন্বয়ক কমিটির আহবায়ক মঞ্জুর আলম, দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিমুল আনোয়ার, সাংবাদিক আরিচ আহমেদ শাহ্, আফছার মাহফুজ, চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেডের সদস্য জিয়াউদ্দিন খালেদ চৌধুরী।
আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মক্কী মসজিদের খতিব মৌলানা হাফেজ আবুল হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রিয়াজুল হাসান।
পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির
সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সেলিম বলেন, সংঘাত সহিংসতা নয়, চাই শান্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমঝোতা, সুন্দর আগামীর বাংলাদেশ।
নারী উদোক্তা ও সবুজায়নে বিশেষ অবদান রাখা নারী (তিলোত্তোমার) প্রতিষ্টাতা মিসেস সাহেলা আবেদিন এআইপি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকমুক্ত পরিবেশ, সৃষ্টি করতে হব।
সাংবাদিক আফছার মাহফুজ বলেন সবাই কে শুদ্ধ হতে হবে, তাহলে দেশ ও জাতির পথ চলা সহজ হবে।
সামাজিক সংগঠন শুদ্ধ বৃত্তের প্রতিষ্ঠাতা ফৌজুল আহাদ চৌধুরী বলেন, অহংকার মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এটি চলমান থাকবে।