মাছ ব্যবসায়ী জালাল হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান আটক
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
গত ১৪ জুলাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. জালাল (৩৮) নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী কুপিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় ১১ নাম্বর আসামী মোরশেদুল রহমান খোকা (৫২) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেঞ্চের র্যাব-৭,এর বিশেষ একটি টিম৷
পরে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
তিনি জানান, ‘নগরী বাকলিয়া দেওয়ানবাজার কেডিএস গলি থেকে পাঠানো খোকাকে জালাল হত্যা মামলায় আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।’
গত রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে বার টার দিকে চট্টগ্রাম মহানগরী বাকলিয়া থানার ১৭ নং ওয়ার্ড দেওয়ানবাজার কেডিএস গলি শাহিনুর বিল্ডিং দ্বিতীয় তলা তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম রেঞ্চের র্যাব-৭ এর একটি সূত্র।গ্রেপ্তার মোরশেদুল রহমান খোকা আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা৷
মামলা সূত্রে জানা যায়,গত ১৪ জুলাই মো. জালাল (৩৮) নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনার পর স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এই ঘটনায় মোরশেদুল রহমান খোকা সহ ১১ জনকে আসামী করা হয়৷