আনোয়ারায় আওয়ামী লীগ সভাপতির উপর হামলার ঘটনায় প্রতিবাদ বিবৃতি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৪ সালের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে গত ৭ জুন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ এ মান্নানসহ ১৫-২০ নেতাকর্মীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ।
সোমবার (১০জুন) আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পাঠানো এক বিবৃতিতে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে তিনি জানান, দীর্ঘদিন স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নেতৃত্বে আনোয়ারা-কর্ণফুলী শান্তিপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত ছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে আনোয়ারা-কর্ণফুলী উপজেলাকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের লেবাসধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত চোর ডাকাতদের একত্রিত করে দুই উপজেলায় সন্ত্রাসীদের নিয়ে মহড়া চলছে। এরই ধারাবাহিকতাই গত ৭ জুন আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের তৃতীয় দফার সরকার গঠনের প্রথম বাজেট ঘোষণার পর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রশাসনের অনুমতি নিয়ে আনন্দ মিছিল করার উদ্যোগ নেওয়া হয়। আমাদের মিছিল শুরু করার আগমুহূর্তে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমরা চালিয়েছে। এতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ হান্নান চৌধুরী মঞ্জু, বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহদাত হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা অজিত কুমার দাশ, শ্রমিক লীগের সহ-সভাপতি মামুননুর রশিদ, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তাজু উদ্দিন, যুবলীগ নেতা সাইফুদ্দিনসহ ১৩জন নেতাকর্মী গুরুতর আহত করা হয়েছে। আমরা পরিকল্পিত এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় জসিম উদ্দিন চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে শান্তিপূর্ণ আনোয়ারা কর্ণফুলী পুলিকে যারা অস্থিতিশীল করে তুলছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হতে পারে না। অধ্যাপক এমএ এ মান্নান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সময়ে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন তৃণমূল থেকে উঠে আসা প্রবীণ পচ্ছিন্ন, সৎ ও তিনবারে নির্বাচিত চেয়ারম্যা তথা রাজনীতিবিদদের উপর হামলা কখনো কাম্য নয়। এ হামলা শুধু এম এ মান্নানের উপর নয়, এই হামলা আওয়ামী পরিবারের উপর। সরকারে থাকা অবস্থায় একজন সরকার দলীয় নেতার উপর হামলায় জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় আমরা আওয়ামী লেবাসধারী বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নকারী সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।