আনোয়ারায় তৌহিদের সমর্থনে তৌহিদের প্রচারণা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গত দু’বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী’র সমর্থনে প্রচারণা শুরু করেছে আনোয়ারা শ্রমিক লীগ।
বুধবার (২২ মে) সকালে ১নং বৈরাগ ইউনিয়ন থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশক্রমে প্রচারণা শুরু করে তারা।
এসময় আনোয়ারা শ্রমিক লীগের সহ সভাপতি মামুনুর রশীদের নেতৃত্ব অন্যান্যদের মধ্যে নাছির উদ্দীন, রঞ্জিত চৌধুরী, আব্দুস সবুর ফারুকী, হেলাল উদ্দিন, সুজন ফারুকী, আব্দুল হাকিম, ডাঃ মুহাম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।