আনোয়ারায় পথচারীদের মাঝে থানা পুলিশ খাবার পানি বিতরণ
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরমের মাঝে খানিকের স্বস্তি দিতে সাধারণ পথচারীদের মাঝে খাবার পানির বিতরণ করছেন চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ব্যস্ততম জায়গায় থানা পুলিশের একাধিক টিম সাধারণ পথচারীদের মাঝে এসব পানি বিতরণ করেন।এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মা জানান, এটা কোনো উপরের নির্দেশনা ছিলো না, থানার সব অফিসারের পক্ষ থেকে এটার আয়োজন করা। এবার ২হাজার বোতল পানি দেওয়া হয়েছে। আগামী আরও চেষ্টা করা হবে। বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধিসহ সমাজের বৃত্তবানরা চাইলে এমন কাজে এগিয়ে আসতে পারে।