মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু হাইদারের সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত হয় ৷
অতিথিদের মধ্যে ক্রীড়া পর্বের প্রধান অতিথি মাস্টার রুহুল আমিন, উদ্বোধক নবির হোছাইন ভুট্টু, সভাপতিত্ব করেন শওকত ইকবাল মুরাদ ৷ সাহিত্য পর্বের প্রধান অতিথি সরওয়ার কামাল, উদ্বোধক কামাল হোছাইন, সভাপতিত্ব করেন নুরুল হোসাইন সোহেল, সাংস্কৃতিক পর্বের প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাইদার ৷ সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সাখাওয়াত হোছাইন ৷
বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, পল্লীগীতি, রবিন্দ্রসংগীত, নজরুলগীতি ও আধুনিক গাণের প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।