বয়স শিথিলতার দাবিতে মন্ত্রণালয়-এনটিআরসিএতে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের স্বারকলিপি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

বয়স শিথিলতার দাবিতে মন্ত্রণালয়-এনটিআরসিএতে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের
স্বারকলিপি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

নিউজ ডেস্ক :

৫ম গণবিজ্ঞপ্তিতে বয়সের শিথিলতা দেওয়ার দাবিতে শিক্ষামন্ত্রী,জনপ্রশাসন মন্ত্রী এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণরা।

বুধবার (২৪ জানুয়ারি) ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের পক্ষে মোঃ রাজ্জাকুল হায়দার, মোঃ ইউসুফ ইমন,জমির উদ্দীন, মোঃ এনামুল হক, উত্তম সরকার, পিজুস কান্তি ও মো: আরিফ খান এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে তারা জানান, ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২০ সালের ২৩শে জানুয়ারি। বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষা ১৫মে ও ১৬মে ২০২০ খ্রি: এবং লিখিত পরীক্ষার তারিখ ৭ই আগষ্ট ও আগস্ট খ্রি:উল্লেখ করা হলেও, করোনা মহামারীর কারনে এবং এনটিআরসিএর দাপ্তরিক বিভিন্ন কার্যক্রমের জন্য পরীক্ষা পিছিয়ে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩০শে ও ৩১ শে ডিসেম্বর ২০২২ খ্রি: এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৫মে ও ৬ মে ২০২৩ খ্রি:।গত ২৮ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলেও এখন পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ ও শূন্য পদ সংগ্রহ সহ ৫ম গণবিজ্ঞপ্তির কার্যক্রম দৃশ্যমান নয়।এর আগে দেখেছি একটি নিবন্ধন পরীক্ষা শেষ করতে এক বছর থেকে একবছর ছয় মাসের বেশি সময় লাগেনি। কিন্তু ১৭তম নিবন্ধন শেষ করতে চার বছর সময় অতিবাহিত হয়ে গেছে।ইতিমধ্যো অনেকের বয়স শেষ হয়েছে এবং অনেকের শেষ পর্যায়ে। যদিও এমপিও নীতিমালা অনুসারে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার বয়সসীমা আছে ৩৫ বছর। এমনকি করোনা মহামারির কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিপ্রার্থীদের ক্ষতি পোষাতে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ মাস ছাড় দিয়ে সরকার ২০২২ সালের ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। তাই মানবিক বিবেচনা করে ১৭তম নিবন্ধন উত্তীর্ণ প্রায় ২৪ হাজার চাকরিপ্রার্থীরা ৩য় গণবিজ্ঞপ্তি ও বিশেষ গণবিজ্ঞপ্তি ন্যায় বয়সের শিথিলতা দিয়ে অতি দ্রুতসময়ে ইনডেক্সবিহীন ৫ম গণবিজ্ঞপ্তি জারি করার আহ্বান জানান।

স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো : ওবায়দুর রহমান বলেন, আমি ১৭তম শিক্ষক নিবন্ধনধারী বয়স শিথিলতার পক্ষে খুবই আন্তরিক এবং আমাদেরকে তাগাদা দিতে হবে না বার বার। আমরা এই ব্যাপারে অবগত আছি, যদি পারেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দফতরে এবং মানববন্ধনসহ অন্যান্য আন্দোলন করে তা আদায় করে নিতে হবে বলেন চাকরীপ্রার্থীদের উদ্দেশ্য তিনি বলেন।

এছাড়া এনটিআরসিএর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহিল আজিম বলেন, আমি সবেমাত্র যোগদান করছি।
বয়স শিথিলতার বিষয়ে আমার সচিবের সাথে আলোচনা করব। তবে১৭তম নিবন্ধনে উত্তীর্ণ কিন্তু বয়স শেষ হয়েছে তারা বয়স শিথিলতা সহ দুই দফা দাবি জানিয়েছেন। এব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর সাথে কথা বলে দেখব কি করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *