লামা সরকারি মাতামুহুরী কলেজের নবীণ বরণ ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর
বেলাল আহমদ,লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী
ডিগ্রী কলেজে উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীণ বরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
এসময় মন্ত্রীর সফরসঙ্গী হয়ে উপস্থিত হয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুনায়েদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, শেখ মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মী, অত্র প্রতিষ্ঠানের সকল প্রভাষক ও কর্মচারী,
শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এদিকে পার্বত্য মন্ত্রী নবীণ বরণ অনুষ্ঠান শেষে বেলা ৩টায় লামা পৌরসভার অর্থায়নে সদ্য নির্মিত ও নির্মাণাধীন প্রায় ১২ কোটি টাকা প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর ঘোষণা করেন। বিকেল সাড়ে ৩টায় লামা পৌরসভার চাম্পাতলী ১২ আনসার ব্যাটেলিয়ন মাঠে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল ট‚র্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
সন্ধা ৬টায় লামা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান লামা পৌরসভায় অবস্থিত বীর বাহাদুর কানন (তংথমাং রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট) মিলণায়তনে লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।