বান্দরবান বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
এস এম রমজান আলী, বিশেষ প্রতিনিধি
বান্দরবান বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
আজ শনিবার (৪ নভেম্বর) ২নং কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
চেমী ডলুপাড়ার হেডম্যান পুলু প্রু মারমার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । এসময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আজ পার্বত্য অঞ্চল উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। তাই সম্পূর্ণ বান্দরবানবাসী কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর কাছে। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ৫১ লাখ টাকা,= ও পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৩ কোটি ১৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরিশেষে আলোচনা সভা ও বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।