বান্দরবানের বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
এস এম রমজান আলী, স্টাফ রিপোর্টার
বান্দরবান সরকার বিরোধী ও নাশকতামূলক মুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বান্দরবান জেলা বিএনপি’র ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
গত সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছেন বান্দরবান থানা পুলিশ । আটকরা হলেন,বান্দরবান শহরের কাশেম পাড়া এলাকার মৃত জাফর আহম্মদের ছেলে মো.আনোয়ার হোসেন (৩৪), মোহাম্মদপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. লিটন(৩৭), বালাঘাটার মৃত আলতাব মিয়ার ছেলে আলী মিয়া(৩৯), বনরুপা পাড়া সাইর আহম্মদের ছেলে বাহাদুর আলম(৪৫), লাঙ্গীপাড়া মো. সফির ছেলে আবুছালে(৪৬), মোহাম্মদপুর বনানী স-মিল এলাকার ছেরাজুল হক মিজি’র ছেলে মো. আলমগীর হোসেন(৩৫)।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানিয়েছেন,, সরকার বিরোধী ও নাশকতামূলক মুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে রোয়াংছড়ি থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে, পরে মঙ্গলবার তাদের আদালতে প্রেরন করা হয় ।
আরো জানা গেছে, গত শনিবার রাতে শহরের আর্মি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশ এসময় ছাত্র শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেন।