বঙ্গবন্ধু টানেল উদ্বোধন
আনোয়ারায় শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল শুভ উদ্বোধন উপলক্ষে আনোয়ারা কেইপিজেড মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে আনোয়ারায় “জাতীয় শ্রমিকলীগ” র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
সভায় সহ-সভাপতি মামুনুর রশীদের সঞ্চালনায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুর রহিম, আবুল বশর, নাসির উদ্দীন, মাহমুদুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, রঞ্জিত চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক সৈয়দ নোমান, শ্রমিকলীগ নেতা মোঃ ফোরকান প্রমুখ উপস্থিত ছিলেন।