ময়মনসিংহের ৩৩ নং ওয়ার্ডে চুরির উপদ্রব বৃদ্ধি

ময়মনসিংহের ৩৩ নং ওয়ার্ডে চুরির উপদ্রব বৃদ্ধি

ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহ নগরীর ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজারে চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোন না কোন দোকানে চুরি সংঘটিত হচ্ছে। চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিক সেলিনা কবীর এর ব্যাবসা প্রতিষ্ঠান। গত ১১ অক্টোবর রাতে তার ব্যাবসা প্রতিষ্ঠান স্বপ্নীল ভ্যারাইটিজ ষ্টোরে তালা ভেঙে প্রায় ১৫ হাজার টাকার সিগারেট, নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়।

এছাড়াও ইতোপূর্বে হাশিম ভ্যারাইটিজ ষ্টোরে ও একই কায়দায় তালা ভেঙে ৮৫ হাজার টাকার সিগারেট নিয়ে যায়। বেশ কিছু চাউলের দোকান, কাপড়ের দোকান সহ গত এক মাসে প্রায় ১৫ টি দোকানে চুরি সংঘটিত হলেও অদ্যবদি কোন চোর গ্রেফতার হয়নি। ফলে ব্যাবসায়ীদের মাঝে আতংক বিরাজসহ পাল্লা দিয়ে চুরি বৃদ্ধি পেয়েছে।

প্রতিটি ব্যাবসা প্রতিষ্ঠানে ৫/৬ দিন পর পর একই কায়দায় একের পর এক চুরি হওয়াতে এটা একটা চোর চক্রের কাজ হতে পারে বলে ধারণা স্থানীয় ব্যাবসায়ীদের এদের মাঝে রয়েছে বেশ কিছু সংখ্যাক চিহ্নিত চোর। এ ব্যাপারে প্রশাসন তৎপর হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান স্থানীয় ব্যাবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *