ডিস ক্যাবলের তার লাগাতে গিয়ে ৩৩ ভোল্টেজ কারেন্টের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস ক্যাবলের তার লাগাতে গিয়ে ৩৩ ভোল্টেজ কারেন্টের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু।

(লোহাগাড়া) চট্টগ্রাম।প্রতিনিধি.
৩৩ ভোল্টেজ তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজয় নামে এক ডিস লাইনম্যান নিহত।
১১ অক্টোবর সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইব্রাহীম টাওয়ারের পাশে বিদ্যুৎতের ঘুঁটির সাথে ৩৩ ভোল্টেজ তারের সাথে এই ঘটনা ঘটে।
নিহত অজয় দাশ(২৪) একই ওয়ার্ড হিন্দু পাড়ার মেঘনাথ দাশের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে ডিস লাইনম্যানের কাজ করতো।ঘটনার প্রত্যক্ষদর্শী জনি মল্লিক (২৩) বলেন, আমি ও অজয় ডিস ক্যাবলের সংযোগ লাগনোর কাজ করছিলাম, সংযোগের RJ-6 তার লাগনোর সময় আমি বিদ্যুৎতের ঘুঁটির উপর ছিলাম অজয় নিচে ছিল আমি ডিস ক্যাবলের তারটি ৩৩ ভোল্টেজের তারের উপর দিয়ে পার করেছিলাম কিন্তু তারটি অসাবধানতার কারণে লোস হয়ে ৩৩ ভোল্টেজ তারের সাথে লেগে গিয়েছিল সেটি আমি জানতাম না তার লোস দেখে নিচে দাঁড়িয়ে থাকা অজয় দাশ তার ধরে টান দিলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় বিদ্যুৎতের শর্ট দেখে আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার মো: সোহেল চৌধুরী বলেন, দুপুর ১২ টার দিকে বিদ্যুৎপূষ্ঠ হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে বিভিন্ন চেক-আপ করে দেখি তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ টিম পাঠায়,হাসপাতালে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *