আনোয়ারায় অটো রিকশার ব্যাটারি চুরি

আনোয়ারায় অটো রিকশার ব্যাটারি চুরি

মো আরাফাত আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি

আনোয়ারায় একরাতে মোহাম্মদ হান্নান নামের এক দরিদ্র রিকসা চালকের অটোরিকশার ৪টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।

গত রবিবার (৮ অক্টোবর) রাতে উপজেলা বৈরাগ ইউনিয়নের হুন্দ্বীপ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মোঃ হান্নান জানান, রাতে আমার বসতঘরের সামনে অটোরিকশা চার্জ দিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে যায়।সকলে ঘুম থেকে উঠে দেখি আমার রিকসার ব্যাটারী নাই। আগেও এলাকা থেকে দুইটি রিকশা চুরি করে নিয়ে যাই চোর।

চুরি হওয়া ব্যাটারির ৪টি আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

হুন্দ্বীপ পাড়া এলাকার মুদির দোকানী আনিসুর রহমান বলেন,আমার পাশের দোকান চুরি হয় কিছুদিন আগে। এখানে একের পর এক চুরির ঘটনা ঘটেছে।এখন আমরা প্রতিদিন চোর আতঙ্কে আছি।

এ বিষয়ে আনোয়ারা অফিসার ইনচার্জ সোহেল আহমেদ বলেন, চুরির বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। আর আমরা তৎপর রয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *