চুনতীর ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মানবতার হেদায়তের এক উজ্জ্বল দৃষ্টান্ত

চুনতীর ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৪তম দিবসের আলোচনায় বক্তারা
চুনতীর ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মানবতার হেদায়তের এক উজ্জ্বল দৃষ্টান্ত

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৪তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। চকরিয়া খুটাখালীর মরহুম পীর সাহেবের সাহেবজাদা আলহাজ্ব মাওলানা নুরুল হোছাইন এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সি.আই.পি। “সততা ও আমানদারীতার মর্যাদা, মিথ্যা ও খেয়ানতের ভয়াবহ পরিণতি” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হামিদ, “মদীনা হিজরতের সংক্ষিপ্ত বিবরণ ও হিজরি সাল প্রবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শোয়াইব মক্কী, “পবিত্র কুরআনের সূরা নিসার ৩৬নং আয়াতের আলোকে পারস্পরিক হকসমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম দারুল ইরফান হিফজ বিভাগের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন মাহবুব, “কিয়ামতের আলামত সমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন ঢাকা মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান। বক্তরা বলেন পিতা-মাতার সন্তুষ্টির মাঝে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত। আর তাদের অসন্তুষ্টির ভিতর আল্লাহ তাআলার গজব লুকায়িত। এক ব্যক্তি নবীজীর কাছে জানতে চাইলো, সন্তানের উপর মাতা-পিতার কী হক রয়েছে? নবীজী এরশাদ করলেন, মা-বাবা হলো সন্তানের জান্নাত কিংবা জাহান্নাম অর্থাৎ তাদের সেবা করে সন্তান জান্নাত অর্জন করতে পারে, আবার তাদেরকে কষ্ট দিয়ে জাহান্নামীও হতে পারে। কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী হাফেজ মুহাম্মদ আবু জাহেদ, মাওলানা এ.কে.এম. হাবিবুন নূর, ক্বারী মাওলানা ওমর ফারুক। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন যায়েদ বিন দেলোয়ার, মুহাম্মদ ইমাম হোছাইন, আমিমুল এহসান রাফি, আবু আহমদ সোহাগ। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,মাওলানা অলিউদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *