মহেশখালীতে সুপারডাইকের বিরুদ্ধে মানববন্ধন
হাফিজুর রহমান খান, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে রাজঘাট কোহেলিয়া নদীর পাড়ে বসবাসরত ঘরবাড়ী উচ্ছেদ করে ১০মিটার উচ্চতা, ১৪০ মিটার চওড়া সুপারডাইক নির্মান পরিকল্পনার বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন অনুষ্ঠিত ৷ অত্র এলাকায় ২৫হাজার মানুষের বসবাস ৷ স্থানীয়দের দাবী বসবাস উচ্ছেদ না করে নদীর চরে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে সেখানে সুপারডাইক হউক ৷
সোমবার (৯ অক্টোবর) বিকাল ৩ঘটিকায় স্থানীর বেরিবাঁধের উপর হাজার জনগণ দাড়িয়ে দীর্ঘ লাইনে ব্যানার পেস্টুন হাতে স্কুল, মাদরাসা, এতিমখানা মসজিদের মুসল্লিসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন ৷
বক্তারা বলেন, দীর্ঘ ২০০ বছর বসবাস আমাদের রাজঘাট ৩নং ওয়ার্ডের কোহেলিয়া নদীর পাড়ের মানুষ ৷ আমাদের মাথাগুজার একমাত্র সম্বল সুপারডাইকে আমাদের ঘরবাড়ি অধিগ্রহণ করলে আমরা কোথায় গিয়ে বসবাস করব ৷ সরকার বাহাদুরের প্রতি আমাদের মিনতি, আমরা সুপারডাইকের বিরুদ্ধে নয়, বসবাস উচ্ছেদ না করে পুর্বপাশে নদীর চরে সুপারডাইক করার জন্য বিনীত অনুরোধ করছি ৷
বক্তব্য রাখেন, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাইদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছমি উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, নবীর হোছাইন ভুট্টো, এড. রশিদ, এড. রফিক ৷
সমাপনি বক্তব্য রাখেন, মানবন্ধনের প্রধান মসন্বয়ক ও সভাপতি অত্র ওয়ার্ডের মেম্বার আলা উদ্দিন ৷