আনোয়ারায় বিদেশ ফেরতদের পুনরেকত্রীকণ শীৰ্ষক কর্মশালা অনুষ্ঠিত
মো আরাফাত আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “রিইন্টিগেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” প্রকল্পের অধীন চট্টগ্রাম এমআরএসসি কর্তৃক আয়োজিত বিদেশ ফেরতদের পুনরেকত্রীকণ” শীৰ্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা১২টার দিকে উপজেলার পরিষদের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে চট্টগ্রাম এসএসপিসি নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা ও অভিবাসন বিদেশ ফেরতদের অবস্থা এবং আনোয়ারা উপজেলার চিত্র তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচি ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোহাম্মদ জহুরুল ইসলাম।