মধুপুরে হঠাৎ ঘুর্ণিঝড় এলাকা লন্ডভন্ড ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

মধুপুরে হঠাৎ ঘুর্ণিঝড় এলাকা লন্ডভন্ড ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজ্জাক তালুকদার(মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে আচমকা ঘূর্ণিঝড়ে বাড়িঘর সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
রবিবার(২৪ সেপ্টেম্বর)বিকেল সাড়ে পাচটার দিকে মধুপুর থানাধীন ২নং মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এই ভয়াবহ আচমকা ঘূর্ণিঝড়ে আঘাত হানে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করেই চারিদিক অন্ধকার হয়ে ঝড়ো হাওয়া শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তান্ডব শুরু হয়। ঝড় এবং বৃষ্টিতে চারপাশ মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায়।
মানুষজন আতংক হয়ে আত্মচিৎকার শুরু করে এবং বিভিন্ন মসজিদে আজান দিতেও শোনা যায়।
ঝড়ের তান্ডবে বিভিন্ন ধরনের গাছপালা উপড়ে পড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলা চাষিদের। শতশত একর ফসলি জমির ফসল বিনষ্ট হয়ে গেছে বলে জানান অত্র এলাকার কয়েকজন কৃষক।
এ অসময়ে এমন ঘূর্ণিঝড়ের তাণ্ডব এর আগে কখনও দেখা যায়নি বলে জানান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *