জামাতের নায়েবে আমীর আ.ন.ম শমসুল ইসলাম জামিনে মুক্ত।
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জমাতে ইসলামের কেন্দ্রীয় নায়েব আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশের কেন্দ্রীয় সভাপতি এবং সাতকানীয়া- লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ আ.ন.ম শমসুল ইসলাম।
২৩ ই সেপ্টেম্বর ২৩ ইং রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ থাকে মুক্তি প্রদান করেন।
জানাযায়, আ.ন.ম শমসুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে আনীত সকল মামলায় জামিন লাভ করে ২ বৎসর ১৩ দিন পর করাগার থেকে মুক্ত হন।