টাঙ্গাইলে এপিপিএন এর অভিযানে ১ অনলাইন জুয়ারি গ্রেফতার

টাঙ্গাইলে এপিপিএন এর অভিযানে ১ অনলাইন জুয়ারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২ আর্মড ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার টিম মেটা (১/৩) এর সহয়তায় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযান সিসি নং-৬৭/২০২৩ তারিখ-১৯/৯/২০২৩ ইং মূলে অফিসার-ফোর্সসহ টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন পাথালিয়া গ্রামস্থ ২০১ গম্বুজ মসজিদের সামনে অবস্থানকালে ইং ১৯/৯/২০২৩ তারিখ ২০.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একই থানার ঝাওয়াইল গ্রামস্থ ঝাওয়াইল বাজারে কতিপয় ব্যাক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের জুয়া খেলা পরিচালনা করছে।উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় ফোর্সসহ ১৯/৯/২০২৩খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন ঝাওইয়াল বাজারে “মা-বাবার দোয়া স্টোর“ নামক ধৃত আসামীর দোকানে অভিযান পরিচালনা করে ১। মোঃ আমিনুর (৩২), পিতা- মৃত আনসার আলী, মাতা- জরিনা বেগম, সাং- ঝাওয়াইল (ঘোষ বাড়ি), থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল‘কে আটক করে। উপস্থিত সাক্ষী ১। মোঃ নান্নু মিয়া (৩৫), পিতা- আব্দুল জলিল, মাতা- লাইলি বেগম, সাং-ঝাওয়াইল মধ্য পাড়া, ২। মোঃ মেহেদি হাসান মুকুল (৪২), পিতা- মৃত আলহাজ্ব শরাফত আলী, মাতা- আমেনা বেগম, সাং- পাকুটিয়া, উভয় থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল, ৩। কং/২৮৭৪ মোঃ তৌফিক আহম্মেদ, ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ‘দের উপস্থিতিতে ধৃত আসামির শরীর তল্লাশি করে তার ডান হাতে ধরা অবস্থায় ০১ টি সোনালী রংয়ের সচল Vivo Y33S মোবাইল ফোন জব্দ করা হয়।জব্দকৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে দেখা যায় অনলাইন জুয়ার 9WICKETS সাইটে ০১ টি একাউন্ট যার User Name- RASEL963, mail-rasel963@gmail.com, বর্তমান ব্যালেন্স (ডিজিটাল মুদ্রা) 26.60 PBU এবং 9WICKETS সাইটে ০১ টি একাউন্ট যার User Name- Akash10, mail-mdsabujislam7171@gmail.com, যার বর্তমান ব্যালেন্স- (ডিজিটাল মুদ্রা) 57.29 PBU পাওয়া যায়।ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ উক্ত ০২ টি আইডি দ্বারা অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে।বর্ণিত ০২ টি আইডির ট্রানজেকশন বিবরণী পর্যালোচনায় দেখা যায় যে, ধৃত আসামী বর্ণিত ০২ টি আইডিতে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন অংকের টাকা লেনদেন করেছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় সৌপর্দ করে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩০(২) ধারায় অপরাধে গোপালপুর থানার মামলা নং-১০ তারিখ-২০/৯/২০২৩ রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *