জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লোহাগাড়ায় ডেঙ্গু প্রতিরোধ সভা অনুষ্ঠিত।
(লোহাগাড়া) চট্টগ্রাম।প্রতিনিধি,
ডেঙ্গু বর্তমান সময়ে একটি মরণব্যাধি রোগ এই রোগে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিটি হাসপাতালে এই রোগী বৃদ্ধি পাচ্ছে।এই মরণব্যাধি থেকে রক্ষা পেতে হলে আমাদের অনেক সচেতন হতে হবে। আমাদের চারপাশে বিশেষ করে বাড়ির আঙ্গিনায় ছোট ছোট গর্ত, নারিকেলের খোসা, প্লাস্টিকের ভিতরে জমে থাকা পানি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি করলে এই রোগ থেকে পরিত্রাণ পাব।
১৯ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ উক্ত কথা গুলো বলেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্রাক লোহাগাড়া উপজেলার প্রোগ্রাম অর্গনাইজার দিলসাত জাহান, ম্যানেজার নারায়ণ কান্তি নাথ,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: জিয়া উদ্দিন, ডাঃ সোহেল হিসাব রক্ষক শহীদুল ইসলাম সহ হাসপাতালের ডাক্তার, নার্স,স্টফ বৃন্দ ও শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডাঃ হানিফ বলেন,ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিদের সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে অনেক রোগী সুস্থ হয়ে বর্তমানে বাড়ি ফিরে গেছে, ডেঙ্গুর কোন লক্ষণ অনুভব করার সাথে সাথে হাসপাতালে সরকারি ফি:৫০ টাকা দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হবেন।