আনোয়ারায় চোলাই মদসহ আটক ১
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদসহ সপন সর্দার (৪৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে দিকে উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের গুজরা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
আটককৃত সপন সর্দার গুজরা গ্রামের মৃত মন্টু সর্দার ছেলে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে (৩ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।