সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়লকে স্থাপনের অনুমতি দেওয়ায় আনন্দ র‍্যালি

সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়লকে স্থাপনের অনুমতি দেওয়ায় আনন্দ র‍্যালি

মোঃ গিয়াস উদ্দিন, সাতকানিয়া, চট্টগ্রাম।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক গারাঙ্গিয়া সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়লকে স্থাপনের অনুমতি দেওয়ায় সোনাকানিয়া ইউনিয়নের কৃতি সন্তান জননেতা নুরুল আবছার চৌধুরীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ২৪ আগস্ট সকালে আনন্দ র‍্যালি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গারাঙ্গিয়া সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ । সকালে স্কুল থেকে আনন্দ র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক আলহাজ নুরুল আবছার চৌধুরী। তিনি বলেন, ১৯৯৬ সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েও এতদিন পর্যন্ত পাঠদানের অনুমতি না থাকায় বিভিন্ন স্কুল থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করানো হতো। শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মনে দীর্ঘদিন হতাশা ও আর্তনাদ দেখে চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে অবহিত করা হলে গত ২৬ জুন মঞ্জরী কমিটির সভা ও ৯ আগস্ট বোর্ড কমিটির সিদ্দান্ত মোতাবেক গারাঙ্গিয়া সোনাকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে স্কুল পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত চিঠি ইস্যু করার মাধ্যমে স্কুলটি স্থাপনের অনুমতি পায়। এই অবস্থায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আকতার, স্কুল পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, স্কুলে জমিদাতা, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান নুরুল আবছার চৌধুরী।
নুরুল কবির রিফাতের সঞ্চালনায় প্রধান শিক্ষক আবু সুফিয়ানের সভাপতিত্বে গারাঙ্গিয়া সোনালানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর আক্তার, নুরুল ইসলাম,স্কুল ছাত্রী রুমাইসা সিদ্দিকা বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক-শিক্ষিকা ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান জানান, ১৯৯৬ সাল থেকে এই স্কুলটি যোগ্য অভিভাবকের অভাবে এই পর্যন্ত অবহেলিত রয়ে যায়। এলাকার কৃতি সন্তান আলহাজ নুরুল আবছার চৌধুরী বোর্ড সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগের মাধ্যমে স্কুল স্থাপনের অনুমতি এনে দিতে সক্ষম হন। তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আনন্দ র‍্যালির ব্যবস্থা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *