ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছে বাজার কমিটি। অভিযোগে ধুরুং বাজারের চৌরাস্তা মোড়ে একটি দোকানের বিচারের রায়কে কেন্দ্র করে এ অপপ্রচার চালাচ্ছেন বলে জানান ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ। উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়ার বাসিন্দা আব্দুল হকের পুত্র সাইফুল হকের ফলের দোকানে লুটপাট ও ডাকাতি হয়েছে মর্মে থানায় মামলা করেন। মামলার পরে, ওই দোকান ঘর ওয়ারিশগণের সম্মতিতে উভয়পক্ষ ভাগ করেন। কিন্তু লুটপাট ও ডাকাতি মামলা করে বাজারে দুইজন নিরাপত্তারক্ষীদেরকে আসামি করা হলে তাদের জন্য তদবির করেন বাজার ব্যবস্থাপনা কমিটি। এটিকে ইস্যু করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন সাইফুল হক। এ জঘন্য অপপ্রচার না করার জন্য সকলের কাছে অনুরোধ করেন ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটি।
এদিকে, কুতুবদিয়া সার্ভেয়ার কতৃক দাখিলকৃত নালিশি বিএস ২৩৬১ নং খতিয়ান ভুক্ত বিএস দাগ ২৫৭১.২৫৭৩.২৫৭৪..২৫৭৫.২৫৭৬ এবং ২৫৭৭ নং দাগাদির আন্দরে ২৫৭২ বিএস দাগে দখলে থাকা ০.২৮ শতাংশ জমির অংশে স্তিত দোকানঘর সমান ভাগে অর্থাৎ ০.১৪ শতাংশ হাজি আবদুল হক ওয়ারিশ গং এবং বাকি ১৪ শতাংশ হাজি আকতার কামাল ওয়ারিশ গং প্রাপ্ত হয় মর্মে মামলা খারিজ করে দেন বিজ্ঞ আদালাত।