মান্দায় সরকার বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও অস্বচ্ছল কর্মীদের মামলা পরিচালনার দায়িত্ব নিলেন শিল্পপতি সোহাগ

মান্দায় সরকার বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও অস্বচ্ছল কর্মীদের মামলা পরিচালনার দায়িত্ব নিলেন শিল্পপতি সোহাগ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সরকারবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও অস্বচ্ছল নেতাকর্মীদের পাশে শিল্পপতি সোহাগ। ১০ নং নূরুল্যাবাদ ইউপি’র দোডাঙ্গী গ্রামের কৃতি সন্তান আজিজুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম সোহাগ বাংলাদেশ ও বিদেশে সফল উদ্যোক্তাদের মধ্যে একজন। তিনি সর্বশেষ অর্থনীতি বিষয়ের উপর লেখাপড়া শেষ করে সফল উদ্যোক্তা থেকে শিল্পপতিতে আসীন হয়েছেন। যিনি বাংলাদেশের মৃধা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। কানাডাতেও তার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর ও দুবাই সহ বেশ কিছু দেশে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে জানাগেছে। মৃধা গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সোহাগ বাংলাদেশের পাশাপাশি কানাডা, সিঙ্গাপুর এবং দুবাইয়ের মত দেশে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন বলে জানিয়েছেন। দেশ ও দশের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি নওগাঁ-৪ আসনের সাধারণ আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান । আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নওগাঁ ৪ মান্দা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

এ ব্যাপারে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক, তরুণ শিল্পপতি, কানাডা প্রবাসী সাদিকুল ইসলাম সোহাগ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশ নায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশ ও আদিষ্ট হয়ে খুব শীঘ্রই নওগাঁ ৪৯, মান্দা-৪ আসনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অস্বচ্ছল নেতা কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করবেন ও মামলা পরিচালনা ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা পরিচালনার সকল দায় দায়িত্ব তিনি পালন করবেন। ইতোমধ্যে, তিনি বাবুল কারিগর নামে এক নিহত বিএনপি নেতার পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন। নিহত বাবুল কারিগর মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চক দেবিরাম গ্রামের নজের আলী কারিগরের ছেলে।

বাবুল কারিগরের মা জোহরা বেগম আবেগ-আপ্লূত কন্ঠে জানান, আমার একমাত্র ছেলে বাবুল। গত ২০১৪ সালের ৮ জানুয়ারি নির্বাচনী সহিংসতা দেখার জন্য রামনগর (ময়েন হাজির বাড়ির নিকট) গেলে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী র‌্যাব (তাঁর ভাষায় এ্যাবে) গুলি করে ছেলেকে মেরে ফেলে।
স্থানীয়রা জানান, অসহায় এ পরিবারের খোঁজ খবর তেমন কেউ নেন না। অনেকে একটি পাকা ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউ কথা রাখেনি।

নিহত বাবুল কারিগরের মেয়ে রজিফা জানায়, তাদের জমিজমা বলতে কিছু নাই। যার কারণে বাবার কবরের উপর খড়ির ঘর নির্মাণ করা হয়েছে। দু’টো ঘরের একটি নষ্টের উপক্রম। অন্যটি ফেটে গেছে। মা অন্যত্র সংসার করছেন। দাদি জোহরা একমাত্র অবলম্বন। রজিফা চক দেবিরাম আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। খেয়ে না খেয়ে তাদের দিনাতিপাত করতে হয়।

তালন্দ ললিত মোহন কলেজ শাখা ছাত্রদলের (সাবেক) সাধারণ সম্পাদক, নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম সোহাগ সম্প্রতি তাঁর স্বজনদের মাধ্যমে নিহত বিএনপি নেতা বাবুল কারিগরের মা ও মেয়ের হাতে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন । এছাড়াও প্রতি মাসে পরিবারটির ব্যয় ভার বহন করবেন বলে জানিয়েছেন তিনি।
০৮/০৭/২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *