জেলায় উপ. সহ. কমিউনিটি মেডিক্যাল অফিসার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ডাঃ মোঃ ইয়াকুব আলী

জেলায় উপ. সহ. কমিউনিটি মেডিক্যাল অফিসার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ডাঃ মোঃ ইয়াকুব আলী।

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: ১১জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর বাংলাদেশেও ১১জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে থাকে এবং প্রতি বছর ১১ ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের উপর ভিত্তি করে কর্মী/প্রতিষ্ঠানকে স্ব পদে কর্মদক্ষতায় শ্রেষ্ঠত্বের জন্য ক্রেস্ট প্রদান করা হয় ।

এই বছর উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ আলহাজ্ব ডাঃ মোঃ ইয়াকুব আলী। যারা ১১ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদেরকে আগামী ১১জুলাই, সকাল ১০ঘটিকায় শহীদ এটিএম জাফর আলম সিএসসি সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে উপস্থিত হয়ে ক্রেস্ট/সনদ গ্রহণ করবেন।

সোমবার (৩জুলাই) কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃপিন্টু কান্তি ভট্টাচার্য স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন, পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *