সিএমপি পুনাকের উদ্যোগে মনসুরাবাদ পুলিশ লাইনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
(বিশেষ প্রতিনিধি)
ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা রোধ ও মনসুরাবাদ পুলিশ লাইনে সবুজায়নের লক্ষ্যে সিএমপি পুনাক, চট্টগ্রাম (পুলিশ নারী কল্যাণ সমিতি) এর উদ্যোগে পুলিশ লাইনের বিভিন্ন স্থানে ফলজ-বনজ ও ঔষধী বৃক্ষরোপন কর্মসূচি”২০২৩ইং পালন করা হয়েছে।
২৬ জুন”২০২৩ইং সোমবারে চট্টগ্রাম সিএমপি ডিবি (পশ্চিম ও বন্দর) এবং পিওএম বিভাগের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পুনাক চট্টগ্রাম সিএমপি’র সভানেত্রী রীতা দাস।
এসময় তিনি পুলিশ লাইনের বিভিন্ন স্থানে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, সোনালু, শ্বেতকাঞ্চন, রক্তকরবী, শিউলি, হাসনাহেনা সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেন। সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিএমপি (পশ্চিম ও বন্দর) বিভাগের এর উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেন সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।
এ ব্যাপার পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভাপতি রীতা দাস বলেন, পুনাক পূর্বে থেকেও আর্তমানবতার সেবায় কাজ করে এসেছে। গাছ পরিবেশে ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বর্ষাকাল বৃক্ষরোপনের সবচেয়ে উপযোগী সময়। পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) এর উদ্যোগে ও মনসুরাবাদ পুলিশ লাইন্স, পিওএম বিভাগের এর সার্বিক সহযোগিতায় পরিবেশ রক্ষার্থে পুনাক বর্তমানে ফলজ, বনজ ও ওষুধী বৃক্ষরোপণ করে এক অনন্য মাত্রা যোগ করেছে পুনাক। যা চট্টগ্রাম সহ সারা দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করে যাচ্ছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিশেষে তিনি সংশ্লিষ্ট সকলকে বৃক্ষরোপন কর্মসূচির প্রয়োজনীয়তা ও পুলিশ লাইনের সবুজায়ন সংক্রান্তে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ প্রদান করেন।