প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)- এর আওতায় ডেইরি খামারিদের প্রশিক্ষণ ও মাঠ দিবস পালিত

প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)- এর আওতায় ডেইরি খামারিদের প্রশিক্ষণ ও মাঠ দিবস পালিত
আবুল কালাম আজাদ (লোহাগাড়া)চট্টগ্রাম।
২০ জুন বিকাল ৪ টায় লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের হাজির রাস্তা এলাকায় পিজি গ্রুপের সভাপতি ইরফানের ডেইরি খামারে
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর উদ্যোগে ও লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে (এলডিডিপির)- এর আওতায় খামারিদের “ডেইরি খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত এবং মাঠ প্রদর্শনী কার্যক্রম বিষয়ক”প্রশিক্ষণ শেষে মাঠ দিবস উদযাপন করা হয়।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা য়ইং নু ফ্রু মারমা এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেকুজ্জামান।
ডা: খালেকুজ্জামান ডেইরি খামারিদের উদ্দেশ্যে বলেন।
খামারিরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম কারিগর, দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ রাখতে খামারিদের গুরুত্ব অপরিসীম। খামারিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কি ভাবে স্বল্প খরচে অধিক মুনাফা লাভ করে সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়া হচ্ছে,
ইউরিয়া মোলাসেস স্ট্র (UMS) ব্যবহারের মাধ্যমে আপনারা যে ভাবে উপকৃত হবেন পার্শ্ববর্তী খামারিদের এই বিষয়ে সচেতন করবেন। হিট ডিটেকশন যন্ত্রটির মাধ্যমে গরুর ডাকে আসা যাথাযথ কি না আপনি পরীক্ষা করতে পারবেন তাতে গরুর যথাযথ প্রজনন নিশ্চিত করা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *