লোহাগাড়ায় এক পরিবারের ৪ টি গরু চুরি

লোহাগাড়ায় ১ পরিবারের ৪ গরু চুরি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডস্থ খাঁন মোহাম্মদ সিকদার পাড়ায় এক পরিবারের ৪ টি গরু চুরি হয়েছে।

গত ১৮ জুন দিবাগত রাত আনুমাণিক ৩ টার পর এ চুরির ঘটনা ঘটেছে বলে গরুর মালিক জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদুস ছবুর ও গরুর মালিক জনৈক আবদুল মোতালেব।

গরুর মালিক আবদুল মোতালেব জানান, ঘটনার দিন রাত আনুমাণিক ৩ টার পর এ চুরির ঘটনাটি ঘটেছে বলে তাঁর ধারণা। উক্ত ৪ গরুর মূল্য আনুমাণিক ৪ লক্ষাধিক টাকা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন।

বাড়িতে পরিবারের অন্যন্যা লোকেরা ছিল। বাড়ির লোকজন প্রায় ৩ টা পর্যন্ত না ঘুমিয়ে গরু পাহারা দিচ্ছিলেন। ৩ টার পর তাঁরা ঘুমাতে গেলে সম্ভবতঃ এর পরবর্তী সময়ের মধ্যে চোরেরা গোয়াল ঘরের তালা কেটে গরুগুলো নিয়ে যায়। গরুগুলোর মধ্যে বৃহদাকারের ২টি ষাঁড়, ১টি গাভী ও ১টি বকনা বাছুর। এ’ব্যাপারে গৃহকর্তা থানায় কোন অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *