সাতকানিয়া থানা পুলিশ জালে ৮আসামী আটক
সাতকানিয়া প্রতিনিধি, গিয়াস উদ্দিন
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ০৫ বছরের সাজা প্রাপ্ত ০৪ সিআর গ্রেফতারী পরোয়ানা, জিআর ও সিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী ০৪ জন সহ সর্বমোট ০৮ জন আসামী গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।
১২জুন সোমবার দিবাগত রাত ও ১৩জুন মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ শিবলী নোমান এর দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে (০১) বছরের সাজা ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ জামাল উদ্দিন, পিতা-মৃত মোঃ সোলাইমান চৌঃ, বারদোনা, ডাকঘর-ডিপুটিহাট, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ জামাল উদ্দিন, পিতা-মৃত মোঃ সোলাইমান, মালিক-মেসার্স এ.বি. ষ্টোর, গ্রাম-ছোট বড়ডোনা, ডাকঘর-ডেপুটিহাট, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
এএসআই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা আসামী মোঃ জিয়াউল হক, পিতা- সাহেদ হোসেন, মাতা- শামসুন নাহার, সাং- এলাগাঁও সাদেক হোসেনের পুরাতন বাড়ী, ৬নং ওয়ার্ড, এলাগাঁও মাদ্রাসার উত্তর পার্শ্বে, চরতী ইউনিয়ন, ডাকঘর- তুলাতলী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম। তালগাঁও সাদেক হোসেনের নতুন বাড়ী, ৬নং ওয়ার্ড, আল হেলাল কালেজের দক্ষিন পার্শ্বে চরতী ইউনিয়ন, ডাকঘর- তুলাতলী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রা।
এএসআই মোঃ নুর নবী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ০২(দুই) বছরের সাজা আসামী মমতাজ বেগম, স্বামী-আকতার কামাল, সাং-পূর্ব ছদাহা (সিন্দপ্যাপাড়), থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।
এএসআই মোঃ জহিরুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া (০১) বছরের সাজা ওয়ারেন্ট ভূক্ত আসামী শংকর চৌধুরী, পিতা- মৃত মৃদুল চৌধুরী, সাং- দক্ষিণ কাঞ্চনা, ৭নং ওয়ার্ড, মহাজনপাড়া, (সাধন মেম্বারের বাড়ি), থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রা
এএসআই মোঃ নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা ওয়ারেন্ট ভূক্ত আসামী জাফর ইকবাল (২৩), পিতা-বাদশা মিয়া, সাং-ধর্মপুর, মহুরী পাড়া, ৩নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এবং সাতকানিয়া থানার মামল ওয়ারেন্ট ভূক্ত শাহাব উদ্দিন (২৯), পিতা-মাহবুবুর রহমান, সাং-দক্ষিণ রূপকানিয়া, শাহ মজিদিয়া পাড়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।