দুপচাঁচিয়ার ছোট কোলগ্রামের পার্শ্ব দিয়ে বয়ে যাওয়া পুনঃখাল খনন সরকারী ম্যাপ অনুযায়ী করার জন্য অভিযোগ।
মোঃআব্দুস ছালাম মীর নিজস্ব প্রতিবেদক ঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা চামরুল ইউনিয়নের ছোট কোলগ্রাম উওর পার্শ্ব দিয়ে বয়ে যাওয়া খাল যাহা এলাকার পানি নিষ্কাশনের জন্য সরকার কর্তৃক ইতিপূর্বে খনন করা হয়েছিল দীর্ঘ দিন ব্যাপী খালটি খনন না করায় অনেকে সরকারী জায়গায় বাড়ী , কেউ বা গোয়াল ঘর তুলেছেন যাহা সরজমিনে গিয়ে দেখা যায়,এমত অবস্হায় খালটি
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আবার ও পূর্ণ খাল খনন শুরু করায় অভিযোগ উঠেছে যে সরকারী ম্যাপ অনুযায়ী খালটি খনন করা হোক এবং এ ব্যাপারে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্ত ভোগী পরিবার ও গ্রামবাসী।
ম্যাপ অনুযায়ী খালটি খনন না করে
ব্যাক্তিগত জায়গায় দিয়ে খাড়ীটি খনন করা শুরু করা হলে জমির মালিক গন ক্ষতিগ্রস্ত হবে। ভূমির মালিক গন বলেন, সরকারী জায়গায় কিছু ব্যাক্তি দখল করে রেখেছে আর আমাদের নিজস্ব জায়গায় দিয়ে খাড়ীটি খনন করা হবে এটা কেমন কথা?
১৯৮৯-৯৮ এর ম্যাপ অনুযায়ী দেখা যায়, খালটি যে জায়গা দিয়ে প্রভাবিত হয়েছিল সে জায়গাটি এখন কিছু লোকের দখলে আছে। ব্যাক্তিগত জমির উপর দিয়ে খালটি খনন করা চেষ্টা করছে কিছু লোকের সহায়তায়। এমত অবস্হায় দিশেহারা হয়ে পড়েছেন জমির প্রকৃত মালিক গন।তাই ভুমির মালিক গন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।
সেই সাথে দখলকৃত সরকারী জায়গা উদ্ধার করে খাল পূর্ণ খনন করার জন্য এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দাবী জানান।