অস্ত্র ও গুলি সহ পাহাড়ি সন্ত্রাসী লোহাগাড়া পুলিশের হাতে আটক।
আবুল কালাম আজাদ, (লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি,
২টি দেশীয় তৈরি একনলা বন্ধুক ও তিন রাউন্ড গুলি সহ চন্দ্র চাকমা নামে এক পাহাড়ি সন্ত্রাসী কে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
২২ ই মে সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সেগুনবাগিচা এলাকায় লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে চন্দ্র চাকমা নামক এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি পার্বত্য জেলা বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পূর্ণবাসন চাকমা পাড়ার সুনীল চাকমার পুত্র চন্দ্র চাকমা(৩৮)।
লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, চরম্বার দূর্গম পাহাড়ি এলাকা সেগুন বাগিচায় ২ জন সন্ত্রাসী অস্ত্র সহ আবস্থান করতেছে এই সংবাদের ভিত্তিতে পুলিশি টিম নিয়ে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার জন্য আমাদের দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে আমরাও আত্মরক্ষার্থে তাদের দিকে ২ রাউন্ড গুলি ছোড়ে চন্দ্র চাকমা কে গ্রেফতার করতে সক্ষম হই অপর সন্ত্রাসী তরুণ চাকমা কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও পুলিশের উপর হামলার ২ টি মামলা দায়ের করা হয়।