আত্মহত্যা নয় মারজানাকে হত্যা করা হয়েছে-দাবি এলাকাবাসীর,প্রতিবাদে মানববন্ধন
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারার গৃহবধূ মারজানাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
শুক্রবার (৫ মে) জুমার নামাজের পর উপজেলা বারশত ইউনিয়ন পরিষদের সামনে এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন বারশত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ,ইউপি সদস্য মোঃ কাইয়ুম,বিশিষ্ট ব্যবসায়ী ইউছুপ সওদাগর, দিল মাহমুদ প্রমুখ।এ সময় বিপুল সংখ্যক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
এলাকাবাসী মানববন্ধনে বলেন,মারজানাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার শাশুড় বাড়ির লোকজন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারজানার স্বামী,শাশুড়ি ও ননদ তাকে মানসিক এবং শারিরীকভাবে নির্যাতন করতো। সবশেষ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় মারজানার হত্যার কঠিন বিচার চান এলাকাবাসী।
বক্তব্যে ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ বলেন,মারজানার এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র জানায়।সব জেনেও পুলিশ প্রশাসন কিভাবে অপমৃত্যুর মামলা রুজু করে এটা আমার বুঝে আসে না।পুলিশ প্রশাসনকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতা আনার দাবি জানান তিনি।