সরই ইউনিয়নে প্রধানমন্ত্রী’র উপহার পেল ২ হাজার ৩’শত অসহায় পরিবার
(বিশেষ প্রতিনিধি)
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুঃস্থ, গরীব ও হতদরিদ্র ২ হাজার ৩’শত অসহায় পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষথেকে উপহার স্বরূপ ভিজিএফ কর্মসূচির আওতায় ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল ২০২৩ইং) সকালে সরই ইউনিয়ন পরিষদের কার্যলয় হতে এসব চাউল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার প্রতি অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করেন, লামা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোম্পানি।
এসময় তিনি বলেন, বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ সরকার জনবান্ধব ও উন্নয়নমূখী সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশে কেউ অভূক্ত নেই, যেকোন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপনের জন্য প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আর তারই কারণে বাংলাদেশ আজ অনেক এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, অসহায় হতদরিদ্র পরিবারগুলোর কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার পাঠিয়ে প্রমান করেছেন তিনি মানবতার মূর্ত প্রতীক, গরীব ও অসহায় জনগণের প্রকৃত বন্ধু। আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কর্তৃপক্ষ সূত্র জানা যায়, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৫নং সরই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এলাকার গরীব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০কেজি করে সর্বমোট ২ হাজার ৩’শত পরিবারকে চাউল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ নাছির উদ্দীন, আব্দুল জব্বার, খালেদা বেগম, অংজারুং ত্রিপুরা, শিরু আক্তার, মোঃ আবুল কালাম, মোঃ ইসলাম, মোঃ সজিব, ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ জাহেদ, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই।