দক্ষিণ গুয়াপঞ্চক গাউছিয়া কমিটি’র ইফতার মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ গুয়াপঞ্চক গাউছিয়া কমিটি’র শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
শনিবার (৮ এপ্রিল )বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়ন লোদী কাজী জামে মসজিদে দক্ষিণ গুয়াপঞ্চক গাউছিয়া কমিটি’রভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিকী সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক এম মোরশেদ মান্নান সঞ্চালনায় উক্ত শিক্ষা সামগ্রীবিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওয়াব আলী,বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুর রহিম,লোদী কাজী জামে মসজিদের খতিব মাওলানা মোজাহের ,মসজিদ পরিচালনাকমিটির সহ সভাপতি
মোহাম্মদ ইলিয়াস,শাহাদাত হোসেন,আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ,সাংবাদিকআরফাত এ সময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানতালুকদার,সাংগঠনিক সম্পাদক আবু ছালেক,অর্থ সম্পাদক মোঃ হানিফ,ওমর ফারুক,মো মনজুর,ইকবাল,কোরবান, সুফিয়ান,আজিম,জাহেদুল ইসলাম,আলাউদ্দিন,শাহ আমানত,জাহেদ,সানি,মারুপ,আবির,রহিম,নয়ন,আসিফ
সাকিব,ইশাত,নুরুদ্দীন,তুষার,মোজাম্মেল প্রমূক।