আনোয়ারায় মালটা চুরির অভিযোগে ২কিশোরকে বেধেঁ নির্যাতন

আনোয়ারায় মালটা চুরির অভিযোগে ২কিশোরকে বেধেঁ নির্যাতন

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

বসতবাড়ির উঠানের মালটা গাছ থেকে মালটা চুরির অভিযোগ এনে তৌহিদুল ইসলাম সাকিব (১৫) এবং সজীবুল ইসলাম ফারহান (১০) নামের দুই কিশোরকে গাছের সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশি নুর সেহের (৫০) নামের এক মহিলার বিরুদ্ধে।

এই ঘটনায় কিশোরদের বড় ভাই মোহাম্মদ শহিদ উল্লাহ (৩২) বাদী হয়ে প্রতিবেশি নুর সেহেরের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল (রবিবার) ভুক্তভোগীরা অভিযুক্তের মালটা গাছ থেকে মালটা ফল পেড়ে ফেলাই অভিযুক্ত নুর সেহের বকাঝকা করে। পরবর্তীতে ভুক্তভোগীদের দেখতে পেয়ে উঠানের সামনের একটি গাছের সাথে রশি দিয়ে তাদের বেঁধে বেতের লাঠি দিয়ে আঘাত করে জখম করে।

এবিষয়ে ভুক্তভোগীর ভাই শহিদ উল্লাহ জানান, আহতরা আমার ভাই এবং ভাগিনা। তারা মাঠ থেকে খেলে আসার সময় তাদের বন্ধুরা নুর সেহেরের গাছ থেকে মালটা পেড়ে সবাই ভাগ করে নেই। তারপর আমার ভাই-ভাগিনার হাতে মালটা দেখে নুর সেহের তাদের গাছের সাথে বেধেঁ মারধর করে। বিষয়টি শুনার পর তার কাছে কারণ জানতে গেলে সে আমাদের উপরও চড়াও হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির পরামর্শে থানায় অভিযোগ দায়ের করি।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, অভিযোগের পেক্ষিতে অভিযুক্তকে আটক করে শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, দুই তরুনকে গাছের সাথে বেধেঁ আত্যাচারের করার বিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এটা নিয়ে নেটিজেনদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *