ময়মনসিংহের চরাঞ্চলে বড় মহিলা মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহের চরাঞ্চলে বড় মহিলা মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিল

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আজ বুধবার (০৫ এপ্রিল ২০২৩) তারিখ সন্ধায় ময়মনসিংহ চরাঞ্চলে বড় কওমি মহিলা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নূর হোসেন (দাওরায়ে হাদীস মহিলা মাদরাসা)’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, মোঃ শাহ আলম বাদশা, ইউপি সদস্য মোঃ ফয়জুর রহমান (ফজলু)।

আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শওকত ওসমান, মুফতী মনজুরুল ইসলাম জামালী, হাফেজ মাওলানা নাজমুল হাসান, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি সাকিব হোসাইন সালেহী, মাওলানা সাঈদ আরাফাত, মুফতি জহিরুল ইসলাম, মাওলানা জুবায়ের আহমদ, মুফতি আশিকুর রহমান, মুফতি হোসাইন, মাওলানা আব্দুল হান্নান, মুফতি শামসুল ইসলাম, কারী এহসানুল হক, কারী নাজিম উদ্দিন, হামিম মীর প্রমূখ।

ইফতারের আগে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নূর হোসেন খোকা ও প্রিন্সিপাল মুফতী নূরে আলম সিদ্দিকী পবিত্র মক্কা নগরীতে ওমরা হজ্জ পালন করতে যাচ্ছেন। তাদের ওমরাহ হজ্জের জন্য ও প্রতিষ্ঠানসহ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *