আনোয়ারায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ওই বীজ ও সার বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী।
২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩০০০ জন কৃষককে প্রতি জনকে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।