থানচি বাজারে ভয়াবহ আগুন ৭০ টি মতো দোকান আগুনে পুড়ে ছাই

থানচি বাজারে ভয়াবহ আগুন ৭০ টি মতো দোকান আগুনে পুড়ে ছাই।

এরশাদ চৌধুরীঃ বান্দরবান জেলা প্রতিনিধি।
বান্দরবানের থানচিতে আবারো ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৭০ টিরও বেশী দোকান।
অদ্য শনিবার (২৫মার্চ) সকাল ৮টার দিকে থানচি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে হঠাৎ করে থানচি বাজারের সেগুন ঝিরির পাড়ে মায়া গেষ্ট হাউজ থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও এসময় প্রায় ৭০টিরও বেশী দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বেশীর ভাগ দোকান আঁধা পাকা ও কাঁচা হওয়ায় আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ায় জিনিসপত্র তেমন একটা বের করতে পারেনি বলে জানান স্থানীয়রা। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এই মুহুর্তে বলা না গেলেও স্থানীয়রা ধারনা করেন ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এ বিষয়ে থানচি ফায়ার ষ্টেশনের কর্মকর্তা পেয়া আহাম্মদ জানান, প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে ৭০টির মত দোকান পুড়ে গেছে। মায়া গেস্ট হাউজ থেকে আগুনের সূত্রপাত হয়।
উল্লেখ্য, গত ২২মার্চ একই উপজেলার বলীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫৯টির মত দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *