মাননীয় ভূমিমন্ত্রী জাবেদ কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বোরহান সোবাহান
জমির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
আনোয়ারা-কর্ণফুলী উপজেলার মাটি ও মানুষের নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি)। তাঁর জন্মদিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পাশাপাশি
নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হলেন ।গত শনিবার (১৮ মার্চ) জন্মদিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর জন্মদিনের ” শুভেচ্ছা প্রসঙ্গে লোহাগাড়া ছাত্রলীগের তরুণ প্রজন্মের অহংকার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবহান বলেন, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন সাইফুজ্জামান চৌধুরী। বাবা আখতারুজ্জামান চৌধুরী । বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।
তিনি আনোয়ারা-কর্ণফুলী উপজেলার মাটি ও মানুষের নেতা ও আমাদের রাজনৈতিক অভিভাবক। তাছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আস্থাভাজন।
এছাড়াও চট্টগ্রামের আলোকিত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আখরুজ্জমান চৌধুরী বাবুর এই সুযোগ্যপুত্র,ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বর্তমানে ইউসিবিএলের নির্বাহী কমিটি এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট।
উল্লেখ্য- জন্মদিন উপলক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি এক বার্তায় বলেন, জীবনের শেষদিন পর্যন্ত আনোয়ারা-কর্ণফুলীবাসীসহ দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।